কিন্তু এখন খুব সহজেই কোন রকম ম্যাসেনজ্ঞার ইনস্টল না করেই চ্যাটিং এর মজা নিতে পারবেন Meebo মাধ্যমে।সম্পূর্ন ওয়েববেস ম্যাসেনজ্ঞার।একসঙ্গে yahoo,google talk,myspace,msn থেকে চ্যাটিং করা যাবে,আর এখানে কোন রকম signup করা বা software ইনস্টল করার ঝামেলা নেই।শুধুমাত্র http://www.meebo.com এখানে প্রবেশ করলেই কাজ শেষ,এখানে পছন্দ মত yahoo,google talk,myspace,msn এই সমস্ত ম্যাসেনজ্ঞারে লগিং করা ও চ্যাটিং এর মজা নেওয়া যাবে,আর Meebo এর নিজের একাউন্ট তো আছেই। এর help translate ড্রপ ডাউন বক্সে সমস্ত ইন্ডিয়ান ল্যাঙুয়েজ এর সার্পট রয়েছে।
আপনি যদি ফ্যায়ারফক্স ব্যাবহার করেন তবে বার বার http://www.meebo.com ব্রাউজ করে লগিং করার দরকার নেই।এর জন্য ফ্যায়ারফক্স এডঅন্স ব্যাবহার করতে পারেন। এডঅন্সটি এখান থেকে নিয়ে নিন।
এডঅন্সটি ইনস্টল করার পর ফায়ারফক্স রিস্ট্রাট করুন এর পর ফ্যায়ারফক্স ব্রাউজারে মিবোর ট্যাবটি দেখতে পাওয়া যাবে।
এখন থেকে শুধুমাত্র ফ্যায়ারফক্স ব্রাউজারে মিবোর ট্যাবটি ক্লিক করলেই ব্রাউজারের বাঁদিকে এর উনন্ডো আসবে এখানে আই এম নের্টওয়ার্ক সিলেক্ট করে চ্যাটিং করা যাবে।






