এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে ডায়রেক্টলি গান শুনতে পারা যায় কিন্তু সেখান থেকে আপনার পছন্দের গানগুলি ডাউনলোড করার কোন অপশন থাকে না।আমি জানি খুব খারাপ লাগে যখন দারুন পছন্দের গানটি খুজে পেয়েও হাত থেকে বেরিয়ে যায়।যদি আপনি এই সমস্ত গানগুলি হারাতে না চান তবে এই টিপসটি আপনার দারুন কাজে লাগবে।এখন থেকে আপনি আপনার পছন্দের যে কোন স্ট্রিমিং গানকে mp3 বা wave ফাইল রুপে ডাউনলোড করতে পারবে এবং যখন খুশি এগুলিকে শুনতে পারবেন এই Freecorder নামক টুলবারটির মাধ্যমে।
এটি ইনস্টল করার পর আপনার ব্রাউজারের সঙ্গে টুলবারটির এড হবে।এরপর আপনি যে কোন স্ট্রিমিং গানকে ডাউনলোড করতে চাইলে Record বটনটিতে ক্লিক করুন।এখন আপনার সামনে রের্কডিং এর একটি ছোট উনণ্ডো আসবে,এবং আপনার রের্কডিং চালু হবে।আপনি আপনার স্পিকার বা মাইক্রোফোন থেকে যা শুনবেন তাই ডাউনলোড করতে পারবেন।
এখানে আপনি আপনার ইচ্ছামত আপনার রের্কডিংকে Stop and Pause করতে পারবেন।এর মধ্যে আমি একটি দারুন জিনিস লক্ষ্য করলাম যে কোন অনলাইন এলব্যাম প্লে করলে একটি একটি করে গান রের্কডিং করার কোন জরুরত নেই এটি অটোমেটিক্যালি পরস্পর গানগুলিকে ডাউনলোড করে নেয়।তবে এটি ইনস্টল করার জন্য আপনার Microsoft .NET Framework 3.0 লাগবে তবে চিন্তার কারন নেই এটিকে ইনস্টল করার সময় আপনার পিসিতে অটোমেটিক্যালি .NET Framework 3.0 ইনস্টল হয়ে যাবে(ইন্টারনেট কানেকশান থাকলে)।আপনি এখান থেকেও .NET Framework 3.0 ইনস্টল করে নিতে পারেন।এর পরেও আপনার রের্কডিং করতে কোন রকম সমস্যা হলে নিচের ছবির মত আপনার আপনার টুলবারের Setting করে নিন।আরও বিস্তারিত ডিটেল জানতে এখানে ক্লিক করুন।






