Jpg,png বা অনান্য ফরম্যাটের ইমেজ কে সহজে রিসাইজ করা গেলেও GIF ইমেজকে রিসাইজ করা একটু কষ্টকর ব্যাপার।আমার কাছে অনেক GIF ইমেজ আছে যেগুলিকে যেগুলিকে একটু ছোট করার দরকার পড়ে ব্লগে পোস্ট করার জন্য।অনেক খোজার পরে GIF Resizer নামের এই ফ্রী-ওয়্যার এপ্লিকেশনটি পেলাম। ফ্রী-ওয়্যার GIF Resizer এপ্লিকেশনটি রান করে উপরে ব্রাউজ করে Source GIF Image file’এ ইমেজটিকে দেখিয়ে দিতে হবে।নিচে New GIF Image file’এ নিউ ভার্সনটির নাম দিয়ে এবং সাইজ মেনটেন্ট করে রিসাইজ ট্যাবে ক্লিক করে এটিকে রিসাইজ করা যাবে।