1.এটি করার জন্য ডেস্কটপে রাইট ক্লিক করে Properties বা Start > Control Panel করে Display অপশনটি অপেন করতে হবে।
2. Display Properties বক্সে Appearance ট্যাবে ক্লিক করে নিচে Advance ট্যাবে ক্লিক করতে হবে।
3. Advance Appearance বক্সের নিচে Item টেক্সটের ড্রপ-ডাউন বক্স থেকে Window স্যেলেক্ট করতে হবে।
4. ড্রপ-ডাউন বক্সের পাশে থাকা Color 1 বক্স থেকে পছন্দের ক্যালার স্যেলেক্ট করে নিতে হবে।
5. টেক্সট ক্যালার চেঞ্জ করার জন্য Font ড্রপ-ডাউন বক্সের পাশে থাকা Color থেকে ক্যালার স্যেলেক্ট করে নিতে হবে।
6.Ok ট্যাবে ক্লিক করে Apply করতে হবে এবং শেষে Ok করে দিলেই উইন্ডোর ব্যাকগ্রাউন্ড ও টেক্সট ক্যালার চেঞ্জ হয়ে যাবে।
উইন্ডোর ব্যাকগ্রাউন্ড ও টেক্সট ক্যালার চেঞ্জ হবার পরের নিচের স্কিনর্শটটি দেখা যাচ্ছে (উদাহরন হিসাবে)
আমার পোস্টগূলি যদি আপনার ভাল লেগে থাকে তবে একটি কমেন্টস করতে ভুলবেন না এর জন্য মাত্র ২মিনিট লাগবে।






