বেশ কিছুদিন আগে 160by2.com এই সাইটির ব্যাপারে লিখেছিলাম যার মাধ্যমে ইন্ডীয়ার যে কোন মবাইলে ফ্রী sms সেন্ড করা যায়।ফ্রী sms করার জন্য আর একটি ভাল sms সার্ভিস খুঁজে পেলাম যেটি হচ্ছে Way2sms,এটি 160by2.com এর চেয়েও আরও বেশি কাজের সার্ভিস দিচ্ছে।এখানে sms করার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ভাল সুবিধা রয়েছে। sms ছাড়াও এখানে রয়েছে মেল এবং চ্যাট এই দুটি সুবিধা। Way2sms এর মাধ্যমে yahoo এবং Google talk এ লগিং এর সুবিধা রয়েছে।এগুলি ছাড়াও এখানে রয়েছে লাইভ রেডীও,নিউস,ক্রিকেট,স্টক মার্কেট এবং আরও বেশ কিছু সুবিধা।ফ্রী sms চ্যাট এবং অনান্য সুবিধা নেওয়ার জন্য Way2smsএখানে একটি একাউন্টের দরকার আছে।