আমি বাড়ীতে ব্রাউজার হিসাবে ফ্যায়ারফক্স ব্যাবহার করি কিন্তু অফিসে কোন উপায় না থাকায় সেই পূরানো IE ব্রাউজার।প্রার্সনালী আমার IE ব্যাবহার করতে ভাল লাগে না।ওয়ার্ডপ্রেস বা অনান্য আরও অনেক সাইট এমনিতেই স্লো কাজ করে,এর পর এগুলিকে IE দিয়ে ব্রাউজ করতে দারুন বিরক্ত লাগে।এখন কয়েকমাস ধরে পোর্টবেল Opera ব্যাবহার করছি এবং এখন প্রায় দারুন ভাবে এর প্রেমে পড়ে গেছি।আমার নজরে Firefox থেকে Opera বেশী কার্যকর লাগে এখন।অনেকেই অফিসে বা অনান্য জায়গাতে IE ব্যাবহার করতে করতে ফেড-আপ হয়ে যায় এক্ষেত্রে পোর্টবেল Opera 9.6 ব্যাবহার করে দেখতে পারেন। পোর্টবেল হবার কারনে ইনস্টলেশনের কোন ঝামেলা নেই তাই সহজেই এটিকে বয়াবহার করা যাবে।