Nexus Radio হচ্ছে একটি ফ্রী মিউস্যিক এপ্লিকেশন যার মাধ্যমে সার্চ করা শোনা এবং ডাউনলোড করা যাবে মিলিয়ান সং।এর মাধ্যমে হাজার হাজার গান ফ্রিলী শোনা যাবে যেগুলি এপ্লিকেশনটির মধ্যে প্রি-ফীল্ড করা আছে।এপ্লিকেশনটির মধ্যে রেডীও স্টেশনগুলিকে ক্যাটাগরী হিসাবে ভাগ করা আছে,যার মাধ্যমে পছন্দ মত বেছে শোনা যাবে।রেডীও স্টেশন শোনার জন্য এপ্লিকেশনটি ইনস্টলেশনের পরে রান করতে হবে,উপরে থাকা Stations ট্যাবে ক্লিক করে All Stations করলে লেফট সাইডবারে ক্যাটাগরী পাওয়া যাবে।এখান থেকে কোন ক্যাটাগরী স্যেলেক্ট করলে ডানদিকে Station Title পাওয়া যাবে এবং এখান থেকেই গানগুলি শোনা যাবে।এছাড়াও নিচে এডিসোন্যাল অপশন থেকে আর্টটিস্টের নাম দিয়ে সার্চ,রের্কডিং এবং ফেভরেটে এড করা যাবে।