দারুন কাজ দেয়। Jetstart এপ্লিকেশনটিতে শুধুমাত্র টাইপ করেই কম্পিউটারে ইনস্টলথাকা সমস্ত Programs গুলিকে খুঁজে পাওয়া যাবে।যার ফলে ডেস্কটপে পোগ্রামগুলির সর্টকাট না রাখলেও চলবে। ডেস্কটপে পোগ্রামগুলির সর্টকাট না থাকলে ডেস্কটপ ক্লিন থাকবে এবং ওয়ালপেপারেও মজাটা নেওয়া যাবে দারুন ভাবে।
এর মাধ্যমে যে কোন পোগ্রামকে কুইকলি এক্সেস করা যাবে যেমন এপ্লিকেশনটি চালু অবস্থাতে কোন পোগ্রাম এক্সেস করার জন্য স্টার্টমেনুতে ক্লিক করার দরকার নেই মাউসের পয়েন্টার স্টার্টমেনুর কাছে নিয়ে গেলেই হবে।
সর্টকাটগুলিকে ড্রাগ এণ্ড ড্রপ করে ম্যানেজ করা যাবে,একবারে মাল্টিপ্লাই পোগ্রামকে ওপেন করা যাবে,যে কোন পোগ্রামকে হটকীর মাধ্যমে এক্টিভেট করা যাবে,ইচ্ছামত পোগ্রামগুলিকে টুলবার থেকে ডেস্কটপে ড্রাগ করা যাবে,টাস্কবারে থাকা বটনগুলিকে যেমন খুশি রিওর্ডার করা যাবে,এছাড়াও আরও কিছু দারুন সুবিধা রয়েছে এর মধ্যে।





