Image Zoom Firefox এর একটি Add-Ons যার মাধ্যমে যে কোন ব্রাউজ করা পেজের ইমেজগুলিকে পারসেন্টজ হিসাবে রিসাইজ করে দেখা যায়।বিভিন্ন সময় আমরা কিছু পেজ ব্রাউজ করে থাকি যেখানে দেখতে চাওয়া ইমেজটি খুব ছোট বা বড় থাকে,তাই ইমেজটিকে পার্ফেক্টভাবে দেখা যায় না। Firefox এর Image Zoom এই Add-Ons টি ইনস্টল করার পরে যে কোন ইমেজের উপর রাইট ক্লিক করে ইচ্ছামত পারসেন্টজ দিয়ে এটিকে ছোট বা বড় করে দেখা যাবে।