আপনার প্রাইভেট ফোল্ডারকে নিরাপত্তা দেবার জন্য ডিরলক একটি ভাল কাজের সফটওয়্যার।এর মাধ্যমে আপনার যে কোন ফোল্ডারকে আপনি প্যাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন।২৬৬ কেবির এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।এবার যে ফোল্ডার টি প্যাসওয়ার্ড প্রটেক্ট করতে চান তার উপর রাইট ক্লিক করুন,আপনি Lock/unlock নামের একটি অপশন দেখতে পাবেন যার মাধ্যমে আপনি আপনার ফোল্ডারকে প্যাসওয়ার্ড প্রটেক্ট করতে পারবেন।





