আমি এক্সপি সার্ভিস প্যাক ২ ব্যাবহার করি তাই এর পদ্ধতিটা বলছি……।
1.Start > All Programs > Accessories > System Tools থেকে Scheduled Tasks বা Start > Control Panel থেকে Scheduled Tasks ওপেন করতে হবে।
2. Scheduled Tasks উইন্ডো আসলে File > New থেকে বা Add Scheduled Tasks এ ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করে নিউ Scheduled Tasks নিতে হবে।
3. New Scheduled Tasks উইন্ডো আসবে।
4.Next ট্যাবে ক্লিক করলে পোগ্রাম রানের উইন্ডো আসবে এখানে Browse ট্যাবে ক্লিক করে Windows > System 32 > Shutdown.exe ফাইলটি ওপেন করতে হবে।
5.নিউ টাস্কের ইচ্ছামত নাম দিয়ে এবং Perform this task কিভাবে Perform করবে তা সিলেক্ট করে Next ট্যাবে ক্লিক করতে হবে।
6.Start time বক্সে সময় এবং অনান্য অপশন গুলি চেক করে Next ট্যাবে ক্লিক করতে হবে।
7.প্যাসওয়ার্ড এর উইন্ডো আসবে এখানে ইউস্যার প্যাসওয়ার্ড দিয়ে Next ট্যাবে ক্লিক করতে হবে।
8.Open advanced properties বক্সটি চেক করে Finish ট্যাবে ক্লিক করতে হবে।
9. Advanced properties উইন্ডোতে Run বক্সে Shutdown.exe এর সঙ্গে নিচের টেক্সটি যোগ করতে হবে।
শাটডাউনের জন্য -s -t 00
রিস্ট্রার্ট এর জন্য -r -t 00
আমি কম্পিউটার শাটডাউন করতে চাই তাই উপরের কমান্ডটি ব্যাবহার করবো।মানে Run বক্সে টেক্সটি দাঁড়াবে ঠিক নিচের টেক্সটির মত………।
C:\WINDOWS\system32\shutdown.exe -s -t 00
চাইলে এটিকে কপি-পেস্ট করা যাবে।
(এই সমস্ত কমান্ড এর সম্পর্কে আরও জানার থাকলে Command prompt এ shutdown/? টাইপ করে এন্টার মারতে হবে)
10.Apply ট্যাবে ক্লিক করলে আর একবার প্যাসওয়ার্ড দিয়ে কনফর্ম করতে হবে এবং Ok করে দিতে হবে।





