আমি আগেও অনেকবার বলেছি ডেস্কটপে অনেক র্শটকাট রেখে এটিকে নোংরা করতে আমার একদম পছন্দ নয়।আমার আগের একটি পোস্টে পছন্দের ফোল্ডারকে কিভাবে RUN কমান্ডের মাধ্যমে এক্সেস করা যায় তা লিখেছিলাম,এবার দারুন একটি পোর্টবেল এপ্লিকেশন AddToRun এর কথা লিখছি। AddToRun হচ্ছে একটি এপ্লিকেশন যার মাধ্যমে উইন্ডোসের যে কোন পোগ্রামকে রান কমান্ডের মাধ্যমে এক্সেস করা যাবে,যার ফলে ডেস্কটপে বিভিন্ন পোগ্রামের শর্টকাট রেখে নোংরা করার দরকার নেই।এপ্লিকেশনটি রান করে Select ট্যাবে ক্লিক করে রান করতে চাওয়া পোগ্রামটিকে এড করে দিতে হবে।নিচে Alias বক্সে শর্টকাট টেক্সট দিয়ে Add ট্যাবে ক্লিক করলেই হবে।