আমি ইন্টারনেটে এই বিষয়ে খোজ করে দেখলাম এগুলি ডাউনলোডের জন্য অনেক সফটওয়্যার আছে।এর মধ্যে বেশিরভাগ জিনিসগুলিই ব্যাবহার করা একটু জটিল ব্যাপার,আবার কিছু কিছু সফটওয়্যার যে গুলি ট্রায়াল ভার্সন ব্যাবহার করতে দেয় কিন্তু এর মধ্যে কিছু লিমিটেশন
থাকে,যেমন 100% ভিডিওটির মধ্যে 75% ডাউনলোড করা যায় ট্রায়াল ভার্সনে।আবার কিছু দেখলাম যেগুলি ইনস্ট্রাকশান অনুযায়ী কাজ করছে না।আমার খোজ পাওয়া সফটওয়্যারগুলির মধ্যে রয়েছে………………………………।
এছাড়াও আরও অনেক সফটওয়্যার ও নানান পদ্ধতি রয়েছে স্ট্রিমীং ভিডিও ডাউনলোডের জন্য আমি এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি দেখলাম Sothink Web Video Downloder for Firefox এর মধ্যে। Sothink এর মাধ্যমে স্ট্রিমীং ভিডিও ক্যাপচার করা দারুন সহজ।ফ্যায়ারফক্স এর এই Sothink এক্সট্রেশনটি ইনস্টল করলে যে কোন স্ট্রিমীং ভিডিও অটমেটিক্যালি ডাউনলোড হবে।
Sothink ফ্যায়ারফক্স ব্রাউজারে ইনস্টল করার পর যে কোন সাইটের কোন স্ট্রিমীং ভিডীয় স্ক্রিনে এলেই তার ডাউনলোডের লিঙ্কটি চলে আসবে ঠিক নিচের ছবির মত।
এখানে Ok ক্লিক করলে ডাউনলোড সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আর Cancel করলে Pending থাকবে যেগুলিকে পরে যখন খুশি ডাউনলোড করা যাবে।
এখানে একসঙ্গে অনেকগুলি ভিডীও ডাউনলোড করা যাবে এবং বেছে বেছে এগুলিকে আলাদা ভাবেও ডাউনলোড করা যাবে।
ডাউনলোড কমপ্লিট হলে এগুলিকে Completed ট্যাবে ক্লিক করে দেখা যাবে বা আলাদা ভাবে যে ফোল্ডারটিতে সেভ হয়েছে সেখান থেকেও ওপেন করে দেখা যাবে।





