1.এটি করার জন্য ডেস্কটপে রাইট ক্লিক করে Properties বা Start > Control Panel করে Display অপশনটি অপেন করতে হবে।
2. Display Properties বক্সে Appearance ট্যাবে ক্লিক করে নিচে Advance ট্যাবে ক্লিক করতে হবে।
3. Advance Appearance বক্সের নিচে Item টেক্সটের ড্রপ-ডাউন বক্স থেকে Window স্যেলেক্ট করতে হবে।
4. ড্রপ-ডাউন বক্সের পাশে থাকা Color 1 বক্স থেকে পছন্দের ক্যালার স্যেলেক্ট করে নিতে হবে।
5. টেক্সট ক্যালার চেঞ্জ করার জন্য Font ড্রপ-ডাউন বক্সের পাশে থাকা Color থেকে ক্যালার স্যেলেক্ট করে নিতে হবে।
6.Ok ট্যাবে ক্লিক করে Apply করতে হবে এবং শেষে Ok করে দিলেই উইন্ডোর ব্যাকগ্রাউন্ড ও টেক্সট ক্যালার চেঞ্জ হয়ে যাবে।
উইন্ডোর ব্যাকগ্রাউন্ড ও টেক্সট ক্যালার চেঞ্জ হবার পরের নিচের স্কিনর্শটটি দেখা যাচ্ছে (উদাহরন হিসাবে)
আমার পোস্টগূলি যদি আপনার ভাল লেগে থাকে তবে একটি কমেন্টস করতে ভুলবেন না এর জন্য মাত্র ২মিনিট লাগবে।


Home
Sitemap