আমরা সাধারনত যে কোন সাইটকে নিজের হোমপেজ হিসাবে রাখলে সেই সাইটের ইনক্লুডিং ছবি এবং যে ভাবে সেট করা থাকে সেগুলিকে বাধ্য হয়ে দেখতে হয়।আমার আগের একটি পোস্টে কীভাবে গুগল লোগোর বদলে নিজের নাম লিখতে পারা যায় তা বলে ছিলাম।আজকে আপনাকে সার্চ বক্সের ব্যাকগ্রাউন্ডে পছন্দের ছবি এড করার এই পোস্টটি লিখছি। mcsearcher এই সাইটটিতে ভিসিট করে পেজ নেম দিয়ে পছন্দের ইমেজ ব্রাউজ করে সার্চ বক্স তৈরী করা যাবে ঠিক নিচের ছবির মত।
ছবি আপলোড হয়ে গেলে এটিকে হোমপেজ হিসাবে ব্যাবহার করলেই হবে।





