কেমন ভাবে কাজ করে
এই vanishd.com একটি কভারপেজ প্রদান করে যার ব্যাকগ্রাউন্ডে IE ব্যাবহার করা যাবে।যেমন Microsoft office Excel কে কভার পেজ হিসাবে রেখে নিচের ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যাবহার করা ঠিক নিচের ছবিটির মত………।
এখানে আমি আসলে Meebo ওয়েবসাইটটি ওপেন করে বসে আছি,কিন্তু সামনে বালা দেখলে মনে করতে বাধ্য হবে যে আমার পিসিতে একটি এক্সেলশিট ওপেন আছে।এই সার্ভিসটি পাবার জন্য http://www.vanishd.com এখানে একটি ফ্রী একাউন্টের দরকার আছে। একাউন্ট ক্রিয়েট হলে ই-মেল একাউন্টে একটি কনর্ফমেশন লিঙ্ক আসবে যেটিতে ক্লিক করে Vanishd একাউন্ট একটিভ করা যাবে।লগিং করার পরে একটি কর্ভার ফাইল সিলেক্ট করে তার আড়ালে নেট সার্ফ করা যাবে।
সার্ফ করা পেজটিকে শুধুমাত্র স্ক্রোল করে ইচ্ছামত ছোট বা বড় করা যাবে।উপরে বাঁদিকে থাকা Vanishd ইমেজটিতে ক্লিক করে হিডেন উনন্ডোটিকে ট্রান্সপ্যারেন্ট এফেক্ট দেওয়া যাবে।নেট কোন সাইট বা গোপন কিছু সার্ফ করতে করতে হঠাত কেউ এসে গেলে মাউসটি শুধুমাত্র পিসির যে কোন উইন্ডোকে ক্রোস ওভার করলেই পেজটি গায়েব হয়ে যাবে।এছাড়াও আরও কীছু এক্সট্রা সুবিধা রয়েছে এর প্রিমিয়াম একাউন্টে।






