উইন্ডোর ফোল্ডারে ব্যাকগ্রাউন ইমেজ যোগ করাটা একটি কমন ব্যাপার হয়ে গেছে,কিন্তু যদি usb ডিস্কের ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজ প্লেস করার থাকে তবে তাও খুব সহজেই করা যাবে।এটি করার জন্য নিচের কোডটি নোটপ্যাডে পেস্ট করুন আর এটিকে desktop.ini নাম দিয়ে সেভ করুন।এখানে IconArea_Image এ যে ইমেজ প্লেস করা হবে তার নাম লিখতে হবে।যেমন আমি amit.jpg নামের ইমেজটি এখানে প্লেস করেছি।এবার প্লেস করা ইমেজটি আর desktop.ini ফাইলটি usb ডিস্কে পেস্ট বা সেভ করতে হবে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=amit.jpg
ইমেজ আর desktop.ini ফাইলটি usb ডিস্কে সেভ করা হলে রিফ্রেশ করে নিন বা usb আনপ্লাগ করে আবার প্লাগ ইন করতে হবে।






