FotoSketcher এর মাধ্যমে কোন এক্সপ্যরিয়েন্স ছাড়াই সহজেই যে কোন Photo কে রি-ড্র করা যাবে।ইমেজগুলির মধ্যে পেনসিলস্কেচ,প্রিন্টিং বা অনান্য এফেক্ট দিতে এটি দারুন কাজ দেয়।
Drawing Style এর ড্রপ-ডাউন বক্স থেকে এর স্টাইলগুলি পাওয়া যাবে।এর নিচের অপশনগুলি থেকে ইমেজগুলির পরিবর্তন করা এবং প্রিভিও দেখা যাবে।ইমেজের মধ্যে frame এড করার থাকলে Add a Frame ট্যাবে ক্লিক করে এর Frame নেওয়া যাবে,আর Photo এর মধ্যে টেক্সট যোগ করার থাকলে Add Text ট্যাবে ক্লিক করে টেক্সট যোগ করা যাবে। Photo স্কেচ কমপ্লিট হলে Draw it ট্যাবে ক্লিক করলেই Photo চেঞ্জ হয়ে যাবে।
বর্তমানে FotoSketcher দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে একটি মেন ভার্সন আর একটি পোর্টবেল ভার্সন






