আমরা প্রায় প্রত্যেকদিন নানান দরকারে ইন্টারনেট থেকে সময় দিয়ে বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকি।অনেক সময় দেখা যায় দেড়-দু ঘন্টা ধরে ডাউনলোড করা ফাইলটি অপেন করার জন্য পিসিতে দরকারী এপ্লিকেশনটিই নেই।এর পর ফাইলটি কোন এপ্লিকেশন দিয়ে প্লে বা ওপেন করা যাবে তাও খুজতে বেশ সময় নষ্ট হয়। openwith.org হচ্ছে একটি সার্ভিস যার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।এটি একটি এপ্লিকেশন যেটি পিসিতে ইনস্টল থাকলে রাইটক্লিক মেনুতে openwith.org-how do I open this? অপশনটি যোগ করে।পিসিতে কোন এপ্লিকেশনকে ওপেন করার দরকারী এপ্লিকেশটি না থাকলে এটিকে ক্লিক করলেই এটি নেট থেকে অজানা এপ্লিকেশনটি রান করার মত প্রয়োজনীয় পোগ্রামটি খুজে বের করে দেবে।এখন চাইলে এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া যাবে।