এখন সকলেরই Gmail,yahoo!এবং Windows Live Mail এ একটি দুটি করে মেল একাউন্ট থাকে।দারুন বিরক্ত লাগে ব্লগ লিখতে লিখতে একটি একটি একাউন্ট কে আলাদা আলাদা ভাবে লগিং করে দেখা।তাই আমি এখন Compass Universal Mail Client ব্যাবহার করছি।ফ্রী ওপেনসোর্স এই এপ্লিকেশনটি ব্যাবহার করে একসঙ্গে Gmail,yahoo!এবং Windows Live Mail এ লগিং করা যাবে।এর ফলে মেল চেক করতে ডীলে বা বিরক্ত লাগবে না এবং অনেকটা সময়ও বাঁচানো যাবে।এর মধ্যে দারুন একটি জিনিস দেখলাম স্লো ইন্টারনেট ক্যানেকশান হলেও এটি দারুন স্পিডে কাজ করে।এছাড়াও এটিকে সিস্টেম ট্রেতে প্লেস করে রাখা যায় এবং যখন খুশি ওপেন করে আবার মেল আপডেট নেওয়া যায়।