যদি একাধিক ই-মেল থাকে ওভি একাধিক ই-মেল প্রোভাইডারে তাহলে বার বার এই একাধিক ই-মেল একাউন্ট খুলে দেখতে হয় যে নতুন কোন মেল এসেছে কিনা,এটা সত্যিই একটা বিরক্তিকর ব্যাপার।এই ওয়েবমেল নটিফ্যায়ার এর মাধ্যমে আপনার এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।
এটি ফয়ারফক্সের একটি এক্সট্রেনসন,এই এড-অনটির মাধ্যমে আপনি আপনার মেল একাউণ্ট না খুলেই সবসময় আপনার নতুন মেল এসছে কিনা তার খোজ পেয়ে যাবেন ওভি মাল্টীপ্লাই একাউন্ট থেকে।
এই এড-অনটি ইনস্টল করুন এখান থেকে
ব্যাবহার
এই এড-অনটি ইনস্টল করার পর আপনার ফয়ারফক্সের ব্রাউজারের নিচে ডানদিকে এটিকে দেখতে পাবেন।
এর উপর রাইট ক্লীক করুন এবং Preferences এ ক্লিক করুন।
Preferences বক্স এলে এখানে মেল প্রোভাইডার সিলেক্ট করুন এবং ইউজারনেম ও প্যাসওয়াড দিয়ে Add বটনে ক্লিক করুন,উপরের ছবিটি দেখতে পারেন!এবার General বটনে ক্লিক করুন এখন আপনার মেল Notification সিলেক্ট করুন এবং আপনি কত মিনিট অন্তর মেল স্ক্যান করতে চান তা সিলেক্ট করুন নিচের ছবির মত।এছাড়াও একটি মজাদার জিনিস এতে আপনি আপনার নিজের ইচ্ছা মত গান বা মিউজিক দিয়ে রাখতে পারবেন। যার মাধ্যমে প্রতিবার ই-মেল এলেই এই ওয়েবমেল নটিফ্যায়ারটি আপনাকে পছন্দের গান বা মিউজিক শুনিয়ে এলার্ট করবে।






