অনেকদিন ধরে এমন একটি এপ্লিকেশন খুজছিলাম যার মাধ্যমে আমার কপি-পেস্ট করা লিঙ্কগুলিকে একটি একটি করে ডাউনলোড করতে হয় না।শেষ পর্যন্ত পেলাম Rapidshare Download Accelerator এর মাধ্যমে পিসির সামনে না থেকেও ফাইলগুলিকে পরস্পর ডাউনলোড করা যাবে।
22.5 kb এই ফ্রী এপ্লিকেশনটি এই ক্ষেত্রে একটু কাজ দেয়,এপ্লিকেশনটি রান করে Add ট্যাবের পাশে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করে Add ট্যাবে ক্লিক করলে লিঙ্কটি এড হবে এপ্লিকেশনটির মধ্যে।এখানে একসঙ্গে অনেকগুলি ডাউনলোড লিঙ্ক এড করা যাবে।Browse ট্যাবে ক্লিক করে ফাইলগুলির সেভ পাথ দেখাতে হবে আর Start ট্যাবে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ফাইলইগুলি পরস্পর ডাউনলোড হতে থাকবে।আমি এটিকে দিনের সময় মানে অফিস টাইমে কাজে লাগাই।ফাইলগুলি এপ্লিকেশনটিতে এড করে দিয়ে অফিস চলে যাই আর এটি অটমেটিক কাজ করতে থাকে।


Home
Sitemap
About Me
Contact Me
Bangla Problem
index
tips and tricks
FreeBies
Bloging
Web Tools
Moviz
E-Book
Other News





