বেশ কিছুদিন আগে আমার একটি পোস্টে IRCTC ওয়েবসার্ভিসের কথা বলেছিলাম যার মাধ্যমে যে কোন প্লেস থেকেই ইণ্ডীয়াল রেলওয়ের টিকিট বুকিং করা যায়।এই ওয়েবসার্ভিসটির সাহায্যে ইচ্ছামত iticket বা eticket বুক করা যায়।আমি আমার নিজের ট্রেন টিকিটগুলি এর মাধ্যমেই বুক করি। IRCTC ওয়েবসার্ভিসের মাধ্যমে যখন খুশি টিকিট বুকিং,ক্যানসেলেশন বা Pnr status জানা যায়।এই সমস্ত কাজের জন্য IRCTC ওয়েবসার্ভিসে একটি একাউন্টের দরকার হয়।একাউন্টে লগিং করে কোন টিকিট বুকিং করলে যখন খুশি এর Current status জানা যায় কিন্তু যাদের কাছে IRCTC একাউন্ট নেই তাদের পক্ষে Wating list বা Rac এই সমস্ত টিকিটের Current status জানাটা একটু কষ্টকর হয়ে থাকে।যেখান থেকে যেকেউ নিজের টিকিটের PNR নং দিয়ে Current status জেনে নিতে পারবে। indianrail.gov.in এখানে ভিসিট করে PNR বক্সে PNR নাম্বার দিয়ে নিচে Get PNR status ট্যাবে ক্লিক করলেই Current status জানা জানা যাবে।