উইন্ডোতে সাধারনত চারটি জায়গা থেকে ইন্টারনেট সার্ফ করা যায়…………………।
1.ডায়রেক্ট উইন্ডোর এড্রেসবারে ওয়েব এড্রেস টাইপ করে,এখানে যদি এড্রেসবার সেলেক্ট করা না থাকে তবে File মেনুর ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে Address bar চেক করে নিতে হবে।
2.উইন্ডোর Standard buttons বা Start থেকে Search ওপেন করে Search the Internet ক্লিক করে।
3.টাস্কবার থকে কোন পেজ ব্রাউজ করার জন্য, টাস্কবারের ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে Lock the taskbar অপশনটি আনচেক করে নিতে হবে (যদি লক থাকে)। এবার আর একবার রাইট ক্লিক করে উপরে Toolbars থেকে Address অপশনটি চেক করে নিতে হবে।এখন হিডেন আইকনের পাশে Address টেক্সটি দেখা যাবে এটির আগে ডট ডট সিম্বলটিতে মাউসের পয়েন্টার দিয়ে ড্রাগ করে এড্রেসবারটি ওপেন করে নিতে হবে।সবশেষে ব্রাউজ করতে চাওয়া ওয়েব এড্রেস টাইপ করে Go ট্যাবে ক্লিক করে বা এন্টার মারলে পেজটি ব্রাউজ হবে।
4. Start থেকে Run এ গিয়ে ব্রাউজ করতে চাওয়া ওয়েব এড্রেস টাইপ করে Ok বা Enter মারা।


Home
Sitemap
About Me
Contact Me
Bangla Problem
index
tips and tricks
FreeBies
Bloging
Web Tools
Moviz
E-Book
Other News





