আমরা নানা কারনে পিসিতে ফোল্ডার ক্রিয়েট করে থাকি,পিসিতে তিন চারটি ড্রাইভ থাকলে নান কারনে ক্রিয়েট করা খালি ফোল্ডারগুলির কথা মনে থাকে না।বিশেষ করে C:\Program file এ নানা রকম এপ্লিকেশন ইনস্টল এবং আন-ইনস্টল করার ফলে খালি ফোল্ডারগুলি থেকে যায়।একসঙ্গে অনেক ফোল্ডার জমা হলে এগুলিকে একটি একটি করে ম্যানুয়ালী দেখে ডিলীট করতে বেশ বিরক্ত লাগে। Empty Folder Nuker একটি এপ্লিকেশন যার মাধ্যমে এগুলিকে সহযেই ডিলিট মারা যাবে।এটি একটি ফ্রী এপ্লিকেশন এবং ইনস্টলেশনের দরকার নেই।এটীকে রান করে পাথ দেখিয়ে find ট্যাবে ক্লিক করলেই খালি ফোল্ডারগুলিকে পাওয়া এবং ডিলীট করা যাবে।