অনেক সময় কোন ফোল্ডার ব্রাউজ করা থাকলে বা কোন এপ্লিকেশন রানিং থাকলে আমরা এক্সিডেন্টলী এগুলিকে ক্লোস করে ফেলি।এর পরে আবার প্যানিক হয়ে এগুলিকে ওপেন করতে হয়,আমার কাছে তো এটি দারুন প্যানিক লাগে।আপনার কেমন লাগে,আমার মনে হয় কেউই এটিকে লাইক করে না।ওয়েল একটি পোর্টবেল ফ্রী এপ্লিকেশনের খোঁজ পেয়েছি যার মাধ্যমে এই প্যানিক থেকে রেহাই পাওয়া যাবে।এই পোর্টবেল ফ্রী এপ্লিকেশনটি হচ্ছে ReOpen,এটি ব্যাবহার করাও দারুন সহজ।এপ্লিকেশনটি রান করলেই এটি টাস্কবারে থাকবে।বাই-মিস্টেক কোন ফোল্ডার বা রানিং এপ্লিকেশন ক্লোস করে ফেললে সিস্টেম ট্রেতে থাকা এপ্লিকেশনটিকে ডবল ক্লিক করতে হবে বা হট কী হিসাবে shift + page up ব্যাবহার করা যাবে।এখন এর মেন উইন্ডো আসবে এবং এখান থেকে ক্লোস করা এপ্লিকেশন বা ফোল্ডারটি রি-স্ট্রোর করা যাবে।