অনেক সময় আমাদের পিসির নানান ইনফরমেশন ক্যালেক্ট করার জন্য বিভিন্ন এপ্লিকেশন এবং নানান ট্রিককে ব্যাবহার করতে হয়।যেমন IP address,অপারেটিং সিস্টেম ভার্সন,সাবনেট মাস্ক বা Cpu ইনফরমেশন আরও অনেক কিছুই আছে যা অনেক সময় জানার দরকার থাকে। Bginfo হচ্ছে একটি এপ্লিকেশন যার মাধ্যমে কোন রকম পরিশ্রম বা সময় নষ্ট না করে কম্পিউটারের সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে।এপ্লিকেশনটি রান করলেই এটি ডেস্কটপের ওয়ালপেপারের উপর কম্পিউটারের সমস্ত ইনফরমেশন ডিসপ্লে করবে।এখানে চাইলে ইচ্ছা মত টেক্সট সাইজ বা ফন্ট বা ক্যালার চেজ্ঞ করা যাবে।