এখানে আর একটি নিউ এপ্লিকেশনের খোঁজ পেলাম যেটি হচ্ছে Backgrounder.306 kb এই ওপেন সোর্স এপ্লিকেশনটি এক্সপির ব্যাকগ্রাউন্ডে ইমেজ প্লেস করার জ়ন্য আর একটি কুল এপ্লিকেশন।
Backgrounder কে ইউস করার জন্য প্রথমে Backgrounder.exe ফাইলটি প্রিফ্রিড ডায়রেক্ট্রীতে unzip করে নিয়ে তারপর এটিকে রান করতে হবে,ইনস্টলেশের দরকার নেই।মেন উইন্ডোতে ফার্স্ট অপশন Folder এ স্যেলেক্ট ট্যাবে ক্লিক করে ফোল্ডার স্যেলেক্ট করতে হবে যদি সাব-ফোল্ডারসগুলিতেও ইমেজ প্লেস করার থাকে তবে Process Subfolders বক্সটি চেক করে দিতে হবে।স্যেকেন্ড অপশন Image থেকে যে ইমেজটি প্লেস করা হবে সেটি স্যেলেক্ট করতে হবে।থার্ড অপশন Font Color থেকে ফন্টের ক্যালার চেঞ্জ করা যাবে।ফাইনালী Add Pictures ট্যাবে ক্লিক করে ইমেজটি প্লেস করা যাবে।






