উইন্ডোস 7 এর একটি এডভান্স ফীচার হচ্ছে enhanced taskbar যেটিকে সকলে Suparbar হিসাবে জানে।উইন্ডোস এক্সপি এবং উইন্ডোস ভিস্তাতে রানিং উইন্ডো 16 X 16 ট্যাব এবং টেক্সট হিসাবে টাস্কবারে ডিসপ্লে হয়ে থাকে।উইন্ডোস 7 এ এই জিনিসটিকে নতুন করে Design করা হয়েছে যেখানে শুধুমাত্র 48 x 48 আইকন ডিসপ্লে হয়ে থাকে। Viglance একটি পোর্টবেল লাইট ওয়েট এপ্লিকেশন যার মাধ্যমে উইন্ডোস 7 এর এই টেস্টটি এক্সপি এবং উইন্ডোস ভিস্তাতে পাওয়া যাবে। পোর্টবেল হবার কারনে এটিকে ইনস্টলেশনের প্রয়োজন নেই শুধুমাত্র এপ্লিকেশনটি রান করলেই হবে।টাস্কবারের আইকনগুলিকে 48 x 48 সাইজ হিসাবে পাওয়া যাবে এখানে আইকনের উপর মাউস নিয়ে গেলে তবেই টেক্সট লেভেল ডীসপ্লে হয়ে থাকে।একই ধরনের এপ্লিকেশন রানিং থাকলে এগুলিকে গ্রপ হিসাবে ডিসপ্লে করে থাকে যার ফলে টাস্কবার থাকে পরিস্কার এবং স্পেসও পাওয়া যায় বেশী।