Panda Antivirus Pro 2010 লেটেস্ট জেনারেশন এন্টি ভাইরাস স্যলুউশান।এর মাধ্যমে নির্ভাবনায় চ্যাট,ফটো এবং ভিডীও শেয়ারিং,অনলাইন ব্যাঙ্কিং কাজ এবং সহজভাবে ইন্টারনেট সার্ফ করা যাবে।ট্রান্সপ্যারেন্সি এফেক্ট এবং অটোমেটিক আপডেট ইনক্লুডিং।আগের একটি পোস্টে Norton Antivirus 2010 এক মাসের ফ্রী ইউস সম্পর্কে লিখেছিলাম। Panda Antivirus Pro 2010 আরও এডভান্স এবং হোম ইউসের জন্য 3 মাসের ফ্রী ট্রায়াল হিসাবে পাওয়া যাচ্ছে।আজকে আমি ইনস্টল করলাম এর মধ্যে ফাস্ট স্ক্যানিং প্রস্যেস রয়েছে।ভিসিটরদের কারও ইউস করার থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।exe ফাইল ইনস্টল করার সময় ই-মেল আইডি প্রোভাইড করলেই অটোমেটিক রেজ্রিস্ট্রেশন হয়ে যাবে।